[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি।।]
কুমিল্লার দেবিদ্বার থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারিকে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
সোমবার (২৩ আগস্ট) দেবিদ্বার উপজেলার পান্নারপুল বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নরসিংদির সদরের বাশরাইল গ্রামের মোঃ আরিফ খন্দকারের ছেলে মোঃ মোক্তার হোসেন (২৯) এবং বানিয়াচর গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৪)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ নরসিংদী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে