[ম্যাক নিউজ রিপোর্টঃ- নেকবর হোসেন।।]
সোমবার সকালে কুমিল্লা নগর পরিবহনের যাত্রীবাহী মিনিবাস সার্ভিসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। আরামদায়ক প্রশস্ত সিট বিন্যস্ত, ওয়াইফাই ও বাসের ভেতরে বাইরে সিসি ক্যামেরার সুবিধা সম্বলিত অত্যাধুনিক মিনিবাস সার্ভিসটি উত্তম যাত্রীসেবার প্রতিশ্রতি চালু হচ্ছে সোমবার থেকেই।
কুমিল্লা ক্যান্টনমেন্ট -টু- মিয়ার বাজার ভায়া -পদুয়ার বাজার বিশ্ব রোড পর্যন্ত সার্ভিসটি নিয়মিত চলবে। ফিতা কেটে উদ্বোধন ঘোষণার আগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শাসনগাছা পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী মোঃ তাজুল ইসলাম,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহামেদ মিয়াজ পাভেল, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল খালেক ভূইয়া, কুমিল্লা মহানগর ছাত্র লীগের আহবায়ক আব্দুল আজিজ সিহানুক, নিটল টাটার ডিজিএম কাজী হেমায়াত উদ্দিন,জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম।
নগর পরিবহন শুভ উদ্বোধনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর ছাত্র লীগ নেতা মোঃ আবু হেনা বিন মোস্তফা।
এসময় আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, পরিবহনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।