[ম্যাক নিউজ রিপোর্টঃ-ম্যাক রানা কুমিল্লা।]
গতকাল ২২/০৮/২০২১ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১.০০ টার সময় ব্রাহ্মণবাড়িয়া ডিএনসি এবং বিজিবি’র সমন্বয়ে মাদকবিরোধী যৌথ অপারেশন পরিচালনা করে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সীমান্তবর্তী ইকুরতলী এলাকায় ৯৫৫ পিস ইয়াবা, ০৫ বোতল ভারতীয় তৈরি কোডিন ফসফেট মিশ্রিত এসকাফ এবং মাদক চোরাচালানে ব্যবহৃত ০১টি টিভিএস মোটর বাইকসহ ০২ জনকে ঘটনাস্থলে আটক করা হয়। এছাড়া উক্ত মাদক ব্যবসায় সংশ্লিষ্টতার দায়ে আরো ০২ জনকে পলাতক করে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আসামিদের নাম ঠিকানাঃ
১| আল আমিন মিয়া(৩৪) গ্রেফতার পিতা- মোঃ মনু মিয়া সাং- ইকরতলী পোঃ বিষ্ণুপুর থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
২| মোঃ জসিম উদ্দিন ভূইয়া(৩০) গ্রেফতার পিতা- মৃত শাহজাহান ভূইয়া সাং- ইকরতলী পোঃ বিষ্ণুপুর থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৩| মোঃ সাবির মিয়া প্রকাশ সাবু(৪৩) পলাতক পিতা- মোঃ আলীম সাং- সেজামুড়া পোঃ মুকুন্দপুর থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৪| মোঃ আব্দুল হক(২৮) পলাতক পিতা- মৃত আবু জাহের সাং- চাঁনপুর পোঃ মুকুন্দপুর থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া।