[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগ আজ২৫ আগস্ট দুপুর ২ টায় কোতয়ালী থানাধীন ২য় মুরাদপুর (কাসেম মিয়ার বাড়ীস্থ) আসামী সুরাইয়া আক্তার (৩৯) এর নিজ দখলীয় পূর্বভিটি পশ্চিম দুয়ারী দু’চালা এক কক্ষ বিশিষ্ট বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে (১) একটি পলিপ্যাকেটের ভিতর লালচে বর্ণের মিথাইল
অ্যামফিটালমিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৩০ (ত্রিশ) পিস ও (২) দুইটি প্লাষ্টিকের বোতলে চোলাইমদ ০৪ (চার) লিটার উদ্ধারপূর্বক আসামিকে আটক করেন। আসামীর বিরুদ্ধে ইন্সপেক্টর মাহবুবুল আলম ভূঞাঁ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের এসআই রূপন কান্তি পালসহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।