[ম্যাক নিউজ ডেস্ক]
কুমিল্লায় লাইমাইয়ে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার হরিশ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পদুয়ার বিশ্বরোডে দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না কোন ট্রেনের ধাক্কায় তারা নিহত হন।