[ম্যাক নিউজ ডেস্ক ]
মূল নিউজ-কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা ও আলহাজ্ব নূরুল হক ফাউন্ডেশন এর চেয়ারম্যান,বিশিষ্ট শিল্পপতি কাউসার জামান বাপ্পি শ্রদ্ধার সাথে স্বরণ করে বলেন রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উওম) ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় এই কর্মসূচির অনুরূপ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপিও এই কর্মসূচি যথাযোগ্য ভাবে পালন করবে।
এই কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো –পতাকা উত্তোলন ও আলোচনা সভা।
কাউসার জামান বাপ্পি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও নেক হায়াত কামনা করেন।
উল্লেখ্য,কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ে যে সকল নেতা-কর্মীরা রয়েছেন বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করার জন্য তিনি আহবান করেছেন।