[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ ড. আবু জাফর খানকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। বুধবার অধ্যক্ষের কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন কলেজের সকল বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। সকালে ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি অধ্যক্ষকে গার্ড অব অনার প্রদান করে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় ফুলেল শুভেচ্ছা কার্যক্রম। ১৮৯৯সালে প্রতিষ্ঠিত এই কলেজটিতে তিনি ৫৪তম অধ্যক্ষ।
কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান,গত ৮আগস্ট কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পান ড. আবু জাফর খান। এর আগে তিনি কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। শোকের মাস আগস্টের কারণে ওইমাসে শুভেচ্ছা গ্রহণ থেকে বিরত থাকেন তিনি।
কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন,দক্ষিণ বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। এর রয়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী। এ কলেজের অধ্যক্ষ হতে পেরে ভালো লাগছে। কলেজের সুনাম বৃদ্ধির লক্ষে কাজ করে যাব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি এই প্রতিষ্ঠানটিকে ব্যাপক আধুনিকায়ন করা হবে। ইতোমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি।