[ম্যাক নিউজ ডেস্কঃ-প্রেস রিলিজ]

অভিনব কায়দায় মোটর সাইকেল চুরির মূল হোতা গ্রেফতার এবং চোরাই মোটরসাইকেল উদ্ধার।
সূত্র ঃ কোতয়ালী মডেল থানার মামলা নং-১৬ তারিখ-০৩/০৯/২০২১, ধারা-৩৭৯ পেনাল কোড।
চুয়েট ছাত্র জনৈক আবদুল্লাহ আল নোমান, পিতা- আবদুল হাই আল আজাদ, সাং- দৌলতপুর দক্ষিন, থানা ও জেলা- ফেনী। গত ২৪/০৮/২১ খ্রিঃ তারিখ ঐধভংধ সধৎঃ হতে কালো রংয়ের একটি ণধসধযধ গড়ঃড়ৎপুপষব যাহার মডেল নাম্বার-জ-১৫ ক্রয় করেন। চুয়েট ছাত্র মোটর সাইকেলটি বিক্রয়ের উদ্দেশ্যে ঋধপবনড়ড়শ মার্কেটিং প্লেসে বিজ্ঞাপন দেয়। উক্ত বিজ্ঞাপন দেখে নেওয়াজ সাফিন নামের একটি ঋধপবনড়ড়শ আইডি হতে বিজ্ঞাপন দাতার সাথে যোগাযোগ করে গত ২৯/০৮/২০২১ তারিখ বিকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় বিজ্ঞাপনদাতা আব্দুল্লাহ আল নোমান উল্লেখিত

মোটরসাইকেলটিসহ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় আসে। নেওয়াজ সাফিন নামের ঋধপবনড়ড়শ ওউ ব্যবহারকারী জনৈক মেহেরাজ হোসেন সাকিব (২২), একটি রেন্ট এ কার থেকে প্রাইভেটকার ভাড়া করে নিয়ে বিজ্ঞাপন দাতার সাথে যোগাযোগ করে মোটরসাইলেকটি ক্রয়ের জন্য দরদাম করতে থাকে এবং একপর্যায়ে মোটরসাইকেলটি ঞবংঃ উৎরাব এর কথা বলে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন আলেখারচরস্থ মিয়ামীর হোটেল এর সামনে থেকে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। মোটরসাইকেল চুরির পর আসামী তার মোবাইল ফোনটি বন্ধ করে দেয় এবং তার ব্যবহৃত ঋধপবনড়ড়শ আইডিটি উবধপঃরাব করে রাখে। অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির বিষয়ে জনৈক আব্দুল্লাহ আল মামুন কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করলে সূত্রোক্ত মামলাটি রুজু হয়। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মামলাটি ডিবি পুলিশ তদন্তকালে দ্রæততম সময়ের মধ্যে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঘটনায় জড়িত আসামীকে গত ০৩/০৯/২০২১ খ্রিঃ তারিখ রাত্র ১০.৩০ ঘটিকার সময় নোয়াখালী জেলার সুধারাম থানাধীন মাইজদী কোর্ট এলাকায় আসামীর ভাড়াকৃত বাসা হতে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে চুয়েট ছাত্রের চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।
বাদীর নাম ঠিকানাঃ

আব্দুল্লাহ আল নোমান (চুয়েট ছাত্র), পিতা-আব্দুল হাই আল আজাদ, মাতা-জাহানারা বেগম, সাং-দৌলতপুর দক্ষিণ (মালেক হাফেজের বাড়ী), পোঃ এমএম হাট, থানা-কোতয়ালী, জেলা-ফেনী।

ঘটনার তারিখ, সময় ও ঘটনাস্থল ঃ
২৯/০৮/২০২১ খ্রিঃ বিকালঃ ০৬.০০ ঘটিকা, কুমিল্লা আলেখারচরস্থ মিয়ামীর হোটেল এর সামনে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানা ঃ
১। মোঃ মেহেরাজ হোসেন সাকিব (২২), পিতা-মোঃ মহিউদ্দিন , মাতা-মোছাঃ সালেহা আক্তার রুমি, সাং-হাজীপুর, থানা-চরজব্বার, জেলা-নোয়াখালী।
জব্দ ও উদ্ধাকৃত আলামত ঃ
১। ০১ (এক)টি কালো রংয়ের ণধসধযধ গড়ঃড়ৎপুপষব (জ-১৫) যাহার আনুমানিক মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ)টাকা।

পুলিশ সুপার
কুমিল্লা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *