[ম্যাক নিউজ রিপোর্টঃ-মজিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি]

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বাংলাদেশ আওয়ামীলীগ।

শনিবার (৪ সেপ্টেম্বর) প্রথম দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ’র বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামীলীগের তিন প্রার্থী।

তারা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, চান্দিনা উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিঞা শিপন এবং জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আজাদ। আজ রবিবার আরও একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যুতে কুমিল্লা-৭ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *