[ম্যাক নিউজ রিপোর্টঃ-দেবিদ্দার প্রতিনিধি।]
কুমিল্লার দেবীদ্বারে মাজেদা বেগম (৫২) নামের এক গৃহবধূর পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ফতেহাবাদ গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করে হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সকালে নিহত মাজেদার বাড়ির গাছের ডাল-পালা পরিষ্কার করার জন্য যান প্রতিবেশী আবদুল হান্নান সরকার। বাড়ির প্রধান গেট খোলা দেখে ভেতরে ঢুকে ডাকাডাকি করতে থাকেন। সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখেন কাদামাখা শরীর তিনি মেঝেতে পড়ে আছেন। পা ওড়না দিয়ে বাঁধা রয়েছে।
এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।