[ম্যাক নিউজ রিপোর্টঃ- মাহফুজ বাবু কুমিল্লা প্রতিনিধি।]
গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থানাধীন বড় গেবিন্দপুর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় ৫০বোতল ফেন্সিডিলসহ আদর্শ সদর উপজেলার সংরাইশ এলাকার কবির মিয়ার ছেলে শিপন (৩৩) এবং ৫ কেজি গাঁজা সহ নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ গ্রামের দরবেশ আলীর ছেলে জুম্মন (২১) কে আটক করে পুলিশ।
চান্দিনা থানার এসআই জালাল উদ্দিন আহম্মেদ ( Jalal Uddin Ahmed) জানান, আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরেই কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকায় নিয়ে বিক্রি করে থাকে বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।