[ম্যাক নিউজ রিপোর্টঃ-কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লায় আবারও কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর মহিলাদের হাত ধরে ধরে টিকা পুশ করার ছবি ভাইরাল হয়েছে।
কুমিল্লা নগরীতে নারী কাউন্সিলর নাদিয়া নাছরিনের টিকা পুশের ঘটনার রেশ না কাটতেই আবারও কুমিল্লার আরেক পুরুষ কাউন্সিলরের বিরুদ্ধে নারীদের হাত ধরে ধরে টিকা দেয়ার অভিযোগ উঠেছে । যা সোশ্যাল মিডিয়ার বেশ আলোচনার জন্ম দিয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাকির হোসেন গত ৮ সেপ্টেম্বর ওয়ার্ডের নেউরা এম আই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলাকালীন সময় ছবিটি তুলেন। তারপর তিনি নিজের ফেইসবুকে পোস্টে ছবিটি আপলোড করেন। তবে ৮ সেপ্টেম্বর বুধবার ছবিটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই ওয়ার্ড কাউন্সিলর। ছবিতে দেখা যাচ্ছে যে কাউন্সিলর মহিলাদের হাত ধরে ছবি তোলছে এবং অনেক মহিলা পাশে দাড়িয়ে দাড়িয়ে সেলফি তোলতে ব্যস্ত ছিলেন। মহিলার কাজ মহিলারা না করে পুরুষ করাতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই জানান-
পুরুষ হয়ে কেন মহিলাদের হাত ধরবে এবং তাদের হাত ধরে ধরে কেন ছবি তোলবে, এটা অনুচিত, কাউন্সিলর জাকির এই কাজটা ঠিক করেনি। কোরআনে লেখা আছে যে- কোন পর পুরুষ অন্য কোন মহিলাকে দেখতে পারবে না, হউক যুবতী আর হউক বৃদ্ধা। কাউন্সিলরের কাজ তো বৃদ্ধ মহিলাদের হাত ধরে ছবি তোলা নয়, তাদের কাজ সবাই সচেতন হয়ে টিকা দিয়ে যাবে, এ-সব দেখবে, কাউন্সিলর এ-সব না দেখে ছবি ও সেলফি তোলতে ব্যস্ত ছিলেন। এটা কোন ভাবেই ঠিক নয়। আমরা এই ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন সংবাদকর্মীদের জানান- আমি শুধু বৃদ্ধ মহিলাদের হাত ধরে তাদের সহযোগিতা করেছি, কোন ছবি তোলার জন্য আমি এই কাজ করিনি।
যারা অসুস্থ তাদের ধরে নিয়ে গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। কাউন্সিলর জাকির আরও জানান যে- মহিলাদের হাত ধরে নিয়ে টিকা দেওয়াটা আমার পেশা, আমি জনপ্রতিনিধি, আমি আমার ওয়ার্ডের সকলের জন্যই কাজ করছি। এটা পেচানো কোন বিষয় নয়, আমি সেবা করেছি, ছবি তোলতে যায়নি। আমার ফেইসবুকে স্টাটাস দিয়েছি কোথায়।