[ম্যাক নিউজ ডেস্ক]
টেকনাফ বন্দরের সাবেক চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর নুরুল ইসলামকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, সে দালালির মাধ্যমে বন্দরের ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জাল টাকা, বিদেশি মুদ্রা ও মাদক উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব।