[ম্যাক নিউজ ডেস্ক]

রাজধানীর শাহ আলী থানা থেকে মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের ১১ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর কামরুল ইসলাম।

তিনি বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল সংঘবদ্ধ একটি চক্র মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি করে আসছে। পরে এ অভিযোগের ভিত্তিতে রাজধানীর শাহ আলী এলাকা থেকে এই চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *