[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন।]

কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া এলাকা থেকে ৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ০২ বোতল হুইস্কি ও ০১ ক্যান বিয়ারসহ মো: জামশেদ আলম (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানার খাড়াতাইয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জামশেদ আলম কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া মধ্যমপাড়া গ্রামের মৃত. আবু তাহের খলিফার ছেলে ।

প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা, হুইস্কি ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *