[রিপোর্ট -ম্যাক রানা কুমিল্লা।]

গোপন সংবাদের কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ২২ শে সেপ্টেম্বর বিকেল ৫ টায় কুমিল্লা জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী পশ্চিমপাড়া মাদক কারবারি আনোয়ার হোসেনের বাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি আনোয়ার হোসেনের ছেলে আকতারুজ্জামান মিলন ও স্ত্রী সূর্যবান বেগম নামে মা ছেলে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় বাড়ির বিভিন্ন স্থানে কৌশলে লুকিয়ে রাখা তাদের দেখানো স্থান থেকে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত মা ও ছেলে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে৷
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে টাস্কফোর্স অভিযানে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ বাহিনীর সদস্য, এনএসআই এর সদস্যরা অংশগ্রহণ করেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *