ম্যাক নিউজ রিপোর্ট কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার কোতয়ালি থানার চান্দপুর এলাকায় রাবের একটি দল অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিয়ার, বিদেশী মদ, স্কাফ সিরাপ ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে। র্যাব জানায়, রোববার গভীর রাতে কোতয়ালি থানার চান্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশী মদ, ৮৭ বোতল স্কাফ সিরাপ এবং ৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ খোরশেদ আলম সুমন নামে এক যুবককে আটক করেছে। সে ডুমুরিয়া চান্দপুর গ্রামের মোঃ হাসান আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তার করার জন্য তার একটি সন্ত্রাসী গ্রæপ থাকা প্রয়োজন।
সেই চিন্তাধারা থেকেই সে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করা শুরু করে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ করে। উক্ত অস্ত্র-গোলাবারুদ দিয়ে সে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এলাকায় প্রভাব বিস্তার করার জন্য সে স্থানীয় যুবকদেরকে সন্ত্রাসী কাজে সম্পৃক্ত করতে থাকে যা ধীরে ধীরে সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হয়। উক্ত সন্ত্রাসী গ্রুপের সদস্যদের অর্থের যোগান এবং সদস্যদের চাহিদা পূরণ করার জন্যই সে মাদক ব্যবসা পরিচালনা করত বলে জানায়।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস ব্রিফিং করে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।