[ম্যাক নিউজ রিপোর্টঃ-মাইনুল হক কুমিল্লা।]
কুমিল্লায় শারদীয় দূর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷ সভাটি কুমিল্লা জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে আজ (৩০ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান৷
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক শওকত ওসমান, অরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ট্রাষ্টি নির্মল পাল, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ তাপস বখসী, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু৷
এসময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সায়েদুল আরেফিন, জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার ইউএনও সহ প্রত্যেক উপজেলা পরিষদের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ৷
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্বাস্থ্য বিধি মেনেই এবারে পালিত হবে দূগাৎসব। প্রতিটি পূজা মন্ডপে প্রবেশের আগে মন্ডপের সামনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা, পূজা মন্ডপে দর্শনার্থীদের ভীর যাতে না হয় সেদিকে লক্ষ রাখা, এমনকি মুখে মাস্ক ছাড়া মন্দির প্রাঙ্গনে প্রবেশ নিষেধ, এমন নির্দেশনা পূজা মন্ডপ কমিটির সংশ্লিষ্টদের দেন তিনি।
উল্লেখ্য কুমিল্লা জেলায় এবার ৭৮৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।