[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি।]

কুমিল্লায় একটি বিদেশি পিস্তল ও বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী বদরপুর এলাকায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র টহল দল এ অভিযান পরিচালনা করে।


বিকালে কুমিল্লা ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তের বদরপুর নামক এলাকায় শিবের বাজার বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে।

এসময় ওই এলাকার সীমান্ত পিলার ২১০০/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং মদ ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। অস্ত্র ও মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *