[ম্যাক নিউজ রিপোর্টঃ- ওমর ফারুক হৃদয়।]
একুশে টেলিভিশনের পর্দায় আসছে ধারাবাহিক নাটক ‘দুষ্ঠু কুটুম’।আসাদুজ্জামান সোহাগ’র রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সরদার রোকন।
অর্ক মাল্টিমিডিয়া প্রযোজনায় ও ডুয়েট ডট কমিউনিকেশনের পরিবেশনায় ধারাবাহিকটিতে অভিনয় করছেন-
শিল্পী সরকার অপু,নরেশ ভূইয়া,মাসুম আজিজ,আমিন আজাদ,নিলা চৌধুরী, ওয়ালিউল হক রুমি,ফারজানা রিক্তা, কল্যাণ কুড়াইয়া, মৌসুমি প্রকৃতি, হেদায়েত নান্নু আনোয়ার হোসেন,জিদান সরকার,পারভেজ সুমন, তাবাসসুম মিথিলা,শাহেদ খন্দকার,নেয়ামত রহমান, সরদার লিয়ন,অপ্সরা,তামান্না আক্তার, নাঈমা মুন, তাবাসুম সহ আরো অনেকে।
প্রধান সহকারী পরিচালনায় ছিলেন আরিফুর রহমান রাহুল ও সহকারী পরিচালনায় ছিলেন ওমর ফারুক হৃদয় এবং সরদার লিওন এবং এই নাটকে চিত্রগ্রহণ করেছেন শরিফ রানা ও এসকে সুমন।
নাটকি খুব শীঘ্রই সম্প্রচার হবে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভির পর্দায়।