[ম্যাক নিউজ রিপোর্টঃ-ওমর ফারুক হৃদয়]
সম্প্রতি শুটিং শেষ হলো আসাদুজ্জামান সোহাগের রচনায় সরদার রোকন পরিচালিত ধারাবাহিক নাটক ‘দুষ্টু কুটুম’র প্রথম লট।
সম্পূর্ণ গ্রামীণ পটভূমিতে নির্মিত এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র বাস্তবতার নিরিখে তুলে ধরা হয়েছে।
এই দুষ্টু কুটুম নাটকে জিদান সরকার ছাড়া আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু,নরেশ ভূঁইয়া,মাসুম আজিজ, আমিন আজাদ,নীলা চৌধুরী, কল্যান, ফারজানা রিক্তা, মিথিলা , পারভেজ সুমন ,হেদায়েত নান্নু, আনোয়ার হোসেন, শাহেদ খন্দকার, সহ আরো অনেকে।
এছাড়া জিদান সরকার রিদম খান শাহীন পরিচালিত ‘কমেডি ভিলেজ’ ও সোহেল রানা পরিচালিত ‘গোড়াতেই গলদ’ ধারাবাহিকে অভিনয় করছেন। সম্প্রতি কমেডি ভিলেজ ও গোড়াতেই গলদ নাটক দুটি যথাক্রমে চ্যানেল নাইন ও এসএটিভিতে প্রচারিত হচ্ছে।
অভিনেতা জিদান সরকার বলেন, বর্তমানে তিনটি ধারাবাহিক ও সিঙ্গেল নাটক নিয়ে ব্যস্ত আছি।আশা করছি নাটক গুলি দর্শকদের মন জয় করে নিবে।বাংলা নাটক দেখবেন বাংলা নাটকের পাশে থাকবেন সব সময়।