[ ম্যাক নিউজ ডেস্ক ]

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযানে ৪৮৯ বোতল ফেন্সিডিল ও একটি নিশান ব্লুবার্ড গাড়িসহ একজন মাদক ব্যবসায়ী আটক। আজ ১১ অক্টোবর, ২০২১ সোমবার রাতে শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, ব্রাহ্মণপাড়া।

এ সময় শশীদল ইউনিয়নের হরিমংগল রেইলগেটের পার্শ্বে অনন্তপুর থেকে একটি নিশান ব্লুবার্ড (ঢাকা মেট্রো গ-২৭৮৯৮৫) গাড়িযোগে ৪৮৯ ফেন্সিডিল বহন করছিলো মোঃ আলাউদ্দিন (২২) ও অজ্ঞাতনামা একজন মাদক ব্যবসায়ী। টাস্কফোর্স টিম তল্লাশি করলে গাড়ির ব্যাক কাভার থেকে দুই বস্তা ফেন্সিডিল (মোট ৪৮৯) উদ্ধার করা হয়। তল্লাশির সময় অজ্ঞাতনামা একজন পালিয়ে যায়। আটক আলাউদ্দিনের নামে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা প্রশাসনকে এই মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা শাখা ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *