[ম্যাক নিউজ রিপোর্টঃ-কুমিল্লা প্রতিনিধি।]
কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত রত্নগর্ভা প্রফেসর জোহরা আনিস আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৪টা ৪০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর৷ তিনি গত শনিবার রাত থেকে ব্রেন স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমার নামাজে জানাজা আগামিকাল শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নগরীর টাউনহল মাঠে ও বাদ জুম্মা কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।