[ম্যাক নিউজ রিপোর্টঃ- লাকসাম প্রতিনিধি।]
কুমিল্লার লাকসামে স্বামী মারা যাওয়ার ১৫ মিনিটের মধ্যে স্ত্রীও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই মর্মান্তিক ঘটনাটি রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় লাকসাম পৌরসভার শ্রীপুর গ্রামে ঘটে।
লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রীপুর গ্রামের মরহুম নোয়াব আলীর বড় ছেলে মো. শাহজাহান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ সময় কান্নাকাটির একপর্যায়ে ৬টা ৪৫ মিনিটে তার স্ত্রী কোহিনুর বেগমেও (৪৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।
কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ আরও বলেন, সোমবার সকাল ১১টায় দুইজনের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। তার দুই ছেলে দেশের বাইরে থাকেন।