আমার কাছে যদি ডিআইজি আসে, ৫ মিনিট পরে কথা বলা লাগে। আমার নৌকার জন্য আইজি-সহ বোর্ডে গেছে। আইজি-ডিআইজি যদি নৌকার জন্য যেতে পারেন, আপনার কেন যেতে পারবেন না?’
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাকির হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওপরের কথাগুলো সেই ভিডিওতে এভাবে বলেন তিনি।
গত ৩১ অক্টোবর রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে স্থানীয়রা জানান, কয়েক দিন আগে জয়পুর গ্রামে নির্বাচনী প্রচারণার সময় উঠান বৈঠকের বক্তব্যে মো. জাকির হোসেন এসব কথা বলেন।
ভাইরাল ভিডিও বক্তব্যের বিষয়ে মানিকাচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন বলেন, এই বক্তব্য আমার না। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুন-অর-রশিদ ভিডিও এডিট করে ফেসবুকে ছেড়েছে। এসব কথা আমি বলতে যাব কেন?
স্বতন্ত্র প্রার্থী হারুন-অর-রশিদ বলেন, ভিডিওটি এডিট নয়, সে জনসমক্ষে এসব কথা বলেছে। আমি এডিট করতে যাব কেন? আমি টানা দুবার এই ইউনিয়নের চেয়ারম্যান। আমার সমর্থক ও নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিচ্ছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ভাইরাল ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে। দুপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। তাদের মঙ্গলবার আসতে বলা হয়েছে। তখন যাচাই-বাছাই শেষে সত্যতা জানা যাবে।