[ম্যাক নিউজ ডেস্ক]
জেনারেল হাসপাতাল, নোয়াখালীতে সংঘটিত আনসার সদস্যকে গুরুতর জখম ও হত্যা চেষ্টার অপরাধে জড়িত প্রধান আসামী মাহফুজুর রহমানকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হতে র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
গত ২৬/১০/২০২১ ইং তারিখ আনসার সদস্য ১। মিল্লাদ (৪০) ও ২। আনসার সদস্য মনচুর (৩৫) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালী এর প্রধান ফটকে পোষাক পরিহিত অবস্থায় নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিল। ডিউটি করাকালীন ২৬/১০/২০২১ ইং তারিখ অনুমান ১১.০০ ঘটিকার সময় বহিরাগত দর্শনার্থী ও যানবাহন প্রবেশকালে যানবাহন প্রবেশাধিকার সীমিত করার সময় আনসার সদস্যদ্বয় বহিরাগত যানবাহনের ড্রাইভারদেরকে গাড়ী হাসপাতালের বাহিরে নেওয়ার জন্য অনুরোধ করেন।
ঐ সময় আসামী মাহফুজুর রহমান খান (৩৬) হাসপাতালের অভ্যন্তরে এসে গাড়ী প্রবেশের বিষয় নিয়ে ডিউটিতে নিয়োজিত উক্ত আনসার সদস্যদ্বয়ের সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে আসামী মাহফুজ তার কোমড়ে থাকা ০১টি ধারালো চাকু দ্বারা আনসার সদস্য ১। মিল্লাদ (৪০) ও ২। আনসার সদস্য মনচুর (৩৫) দ্বয়কে আক্রমণ করতঃ হত্যা করার উদ্দেশ্যে এলোপাতারী ঘাই মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। উক্ত বিষয়ে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানা মামলা নং- ৩৬/৪৮১, তারিখ- ২৬/১০/২০২১ ইং, ধারা- পেনাল কোড ১৮৬০ এর ৩৫৩/১৮৬/৩০৭/৩৩২/৩৩৩ ধারায় ০১ জন এজাহারনামীয় আসামী সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ অক্টোবর ২০২১ ইং তারিখ র্যাব-১১ এর সিপিসি-২, কুমিল্লা ও সিপিসি-৩, লক্ষ্মীপুর একটি যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চিওড়া বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে এজাহারনামীয় প্রধান আসামী মাহফুজুর রহমান খান (৩৬), পিতা- কুদ্দুছ খান ওরফে মুকবুল খান, সাং- কৃষ্ণরামপুর, ০৪ নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, থানা- সুধারাম, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ধারালো চাকু দ্বারা আনসার সদস্যদ্বয়কে গুরুতর জখম ও হত্যা চেষ্টার কথা স্বীকার করেন।