[ম্যাক নিউজ ডেস্ক]
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে তৃতীয় দফায় আদালতে আনা হয়েছে। বুধবার (০৩ নভেম্বর) দুপুর ১টা ৪৮ মিনিটে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথের আদালতে তাকে তোলা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান। তিনি জানান, দুই দফায় সাত দিনের পর পাঁচ দিনের রিমান্ড আজ শেষ হচ্ছে। তাই তাকে আদালতে তোলা হয়েছে। আদালতের কাছে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।