[ ম্যাক নিউজ রিপোর্টঃ-জেলা প্রতিনিধি, কুমিল্লা।]
তেলের দাম বৃদ্ধি হওয়ায় ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার ( ৫ নভেম্বর) থেকে কুমিল্লা জেলাতে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক শ্রমিকরা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা সড়ক পরিবহনের মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তেলের দাম বৃদ্ধিতে আজকে পরিবহন মালিকরা ক্ষতির সম্মুখিন হয়েছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার থেকে গাড়ি চালাবে না। বাস ও ট্রাক মালিকদের অনুরোধে আমরা সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানাতে বাধ্য হয়েছি।
তিনি আরও জানান, কুমিল্লার তিনটি বাস টার্মিনাল থেকে ২৬ টি রোটে প্রায় ২ হাজার বাস ট্রাক চলাচল করে। তেলের দাম বৃদ্ধি হওয়ায় সবাই ক্ষতির মুখে পড়েছে। করোনাকালীন সময়ে আমাদের অনেক লোকসান হয়েছে। তাই সরকার আমাদের সাথে আলোচনা না করে তেলে দাম বাড়িয়ে দিয়েছে। তেলের দামের সাথে ভাড়া সমন্বয় করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সড়ক পরিবহনের মালিক গ্রুপের মহাসচিব জলিশ আবদুর রবসহ বাস ট্রাক মালিক গ্রুপের নেতৃবৃন্দ।