[ম্যাক নিউজ ডেস্ক]

কুমিল্লা ক্যান্টনমেন্টে সোনারগাঁ মোটরসাইকেল গ্যালারির আয়োজনে হিরো মোটরসাইকেল মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে মেলার উদ্বোধন করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।
এসময় উপস্থিত ছিলেন নিলয় মটরস লিমিটেড, সিলেট জোনের রিজিওনাল ম্যানেজার কৃষ্ণ কান্ত দাশ, নিলয় মটরস লিমিটেডের টেরিটরি ম্যানেজার সায়েম আহমেদ খান, ক্যান্টনমেন্ট সোনারগাঁ মোটরসাইকেল গ্যালারির স্বত্বাধিকারী মোঃ খোরশেদ আলম।

এছাড়া নিটল নিলয় গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেণ। বিভিন্ন অফার নিয়ে এ মেলা চলবে আগামী ৭ দিন।
যোগাযোগের জন্য ০১৯২০-৭৬৬৫২২, ০১৭১২-৬৯৪২৯০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *