[ম্যাক নিউজ রিপোর্ট:- বুড়িচং প্রতিনিধি।।]
কুমিল্লার বুড়িচংয়ে রাস্তা পারা পারের সময় প্রাইভেটকারের চাপায় আবদুল মজিদ নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদ জেলার চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের লাল মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই ফাজিল মাদ্রাসার সামনে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার বৃদ্ধ আবদুল মজিদকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকরা আহত আবদুল মজিদকে উদ্ধার করে কাবিলা ইর্স্টাণ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: রুহুল আমিন জানান, অজ্ঞাত প্রাইভেটকারের চাপায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।