[ম্যাক নিউজ রিপোট:-ম্যাক রানা।।]
চাঁদপুর রেলওয়ে থানার এসআই(নিঃ)/রাজেন্দ্র প্রসাদ দাশ ও এএসআই(নিঃ)/আসাদুজ্জামান অদ্য ১৯/১১/২০২১ তারিখ চট্টগ্রাম হতে চাঁদপুরগামী সাগরিকা কমিউটার ট্রেনে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান ডিউটি করাকালে চট্টগ্রাম হতে চাদঁপুরগামী সাগরিকা কমিউটার ট্রেনের টিজি ডিউটিতে মোতায়নকৃত কনস্টেবল/৯০০ নিখিল ভট্রাচার্য্য, কনস্টেবল/৯৭২ মোঃ রেজাউল করিম, কনস্টেবল/১২৭২ ইয়াকুব এর সহযোগিতায় উক্ত ট্রেনের যাত্রী সুপ্লব ধর(৪০)
, পিতাঃ অজিত ধর, মাতা-ডলি ধর সাং-রামপুর বনিকপাড়া, ১নং পৌর ওয়ার্ড়, থানা সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে সন্দেহবশত আটক করে চাদঁপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জের কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করলে জনাব মোঃ আবদুল গফুর, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রাম, জনাব মন্জুরুল মোর্শেদ, নির্বাহী ম্যাজিঃ, চাদঁপুর মহোদয়, জনাব সোয়াইদুল সিকদার, স্টেশন মাস্টার, চাদঁপুর এর সামনে আসামী তার পরিহিত জুতার দুইটি সুকতলার নিচে নিজস্ব তৈরিকৃত ২টি পকেট হতে কসটেপ দিয়ে মোড়ানো ০২পিস স্বর্ণের বার, যার একটির ওজন ৬৮১ গ্রাম, অপরটির ওজন ৫৩৮ গ্রাম, সর্বমোট ১০৪ ভরি ১০ আনা ৩ রত্তি ৫ পয়েন্ট নিজ হাতে বের করে দেন । গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চাদঁপুর রেলওয়ে থানায় মামলা রুজু করা হয়।