[ম্যাক নিউজ রিপোর্ট:- আক্কাস আল মাহমুদ হৃদয়।।]
কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর গ্রামে গিয়ে গ্যাস লাইন অবৈধ দাবী করে চাঁদা আদায় গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মচারী।
তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করেন ভুক্তভোগী প্রবাসী তাজুল ইসলাম।
উক্ত চাঁদাবাজির মামলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চার কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার মনিপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। শনিবার মধ্যরাতেই তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করেন ভুক্তভোগী প্রবাসী তাজুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন,বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের টেকনিশিয়ান শাহ আলম (৫৫), অফিস সহায়ক রবিউল হোসেন (২৮), প্লান্ট অপারেটর শফিকুর রহমান (৫০) ও গাড়িচালক আইয়ুব আলী (২৫)।
স্থানীয়রা জানায়,(২০ নভেম্বর ২০২১) শনিবার বিকাল ৪টায় বাখরাবাদ গ্যাসের ছয় জন কর্মচারী মনিপুর গ্রামের তাজুল ইসলামের বাড়িতে যান। গ্যাস লাইন অবৈধ বলে কেটে দেওয়ার হুমকি দেন তারা। পরে পাঁচ হাজার টাকা দাবি করেন। এ সময় তাজুল বাড়িতে ছিলেন না। তার মা তাদেরকে তিন হাজার টাকা দেন। বাড়ি ফিরে বিস্তারিত শোনেন তাজুল।
এ সময় পাশের বাড়িতে শোরগোল শুনতে পান তিনি। সেখান থেকেও চাঁদা আদায় করেন ওই ব্যক্তিরা। বিষয়টি কৌশলে বুড়িচং থানা পুলিশকে জানায় স্থানীয়রা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পেয়ে চার জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সাড়ে পাঁচ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও একটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে চাঁদাবাজির অভিযোগের সত্যতা মিলেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের সচিব খোরশেদ আলম জানান, ‘এ বিষয়ে আমি জানি না। এটা অ্যাডমিনের লোকজন বলতে পারেন।’
এ বিষয়ে জানতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও পাওয়া যায়নি।
তবে মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, চাঁদাবাজির অভিযোগে চার জন গ্রেফতারের বিষয়টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানেন।