[ম্যাক নিউজ ডেস্ক।।]

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ ০৫টি অভিযোগের বিষয়ে (১টি অভিযান, ৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

👉অভিযান:
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ভৈরব, কিশোরগঞ্জ-এর মিটার রিডারের বিরুদ্ধে ডিসপ্লে পরিবর্তনের মাধ্যমে রিডিং গায়েব ও মিটারের রিডিং নষ্ট করে পুরাতন মিটারের পরিবর্তে নতুন মিটার স্থাপনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,

সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপসহকারী পরিচালক রাজু মোঃ সারওয়ার হোসেন-এর নেতৃত্বে আজ ২৯.১১.২০২১ খ্রি. তারিখে একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। দুদক টিম সরেজমিনে বিদ্যুৎ অফিস ও অভিযোগকারীর মিটার সরেজমিনে পরিদর্শন করে এবং অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অভিযোগকারীর সাথে কথা বলে। এই সংক্রান্ত নথিপত্র ও তথ্য প্রমাণ সংগ্রহ করে এবং আরও কিছু নথিপত্র সরবরাহ জন্য অনুরোধ জানায় দুদক টিম। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক সুনির্দিষ্ট সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

👉পত্র প্রেরণ:
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।

দুদকএনফোর্সমেন্টটিম_অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *