[ম্যাক নিউজ:- নিজস্ব প্রতিবেদক।।]
কুমিল্লায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবা জামশেদ আলম (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সে দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ২ নং আমলী আদালতের বিচারক জাহিদুল কবির এই রায় দেন।
মামলার আইনজীবী (এপিপি) মিজানুর রহমান বলেন, ২০১৭ সালে বিভিন্ন সময় তার ১৪ বছরেরর মেয়েকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ২০১৭ সালের ২৬ জুলাই মা হালিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় জামশেদ আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া ১ লাখ জরিমানা আনাদায়ে একবছর কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় উপস্থিত ছিল।
মামলার বাদী ভিকটিমের মা হালিমা বেগম জানান, আদালতের নিকট তার ফাঁসি দাবি করেছি। সমাজে এমন বাবা বেঁচে থাকার অধিকার নেই। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আসামীর স্বজনরা নানাভাবে হুমকী দিচ্ছে।