[ম্যাক নিউজ:- স্টাফ রিপোর্টার]
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম কুমিল্লা সদর আসনের সংসদ ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার ( ২৭ ডিসেম্বর ) দুপুরে নগরীর মুন্সেফবাড়ীস্থ সংসদ সদস্যের কার্যালয়ে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহারের হাতে ফুলের নৌকা তুলে দেন নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সিআইপি।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন এর সভাপতি আব্দুল সুবাহান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলেমান খান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সি আই পি খোরশেদ আলম, আবুল বাসার, বিশিষ্ট শিল্পপতি হাজী আম্বর আলীসহ কালিরবাজার ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুমিল্লা সদর আসনের সংসদ ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় কালিরবাজার ইউনিয়নের চেয়ারম্যান মাঃ নুরুল ইসলাম সিআইপি এমপি বাহারের কাছে দোয়া চান।