[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]

১০ জানুয়ারী কুমিল্লায় শুরু হচ্ছে কাউন্সিলরকাপ টি টুয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্ট।

সিটিভি নিউজ।। বিজয়ের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১০ জানুয়ারী থেকে কুমিল্লায় শুরু হচ্ছে কাউন্সিলরকাপ টি টুয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্ট। উদ্বোধণী অনুষ্ঠানটি হবে কুমিল্লা টাউনহলে ৮ জানুয়ারী। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডের কাউন্সিলরগণ অথবা সংশ্লিষ্ট ওয়ার্ডে র মানুষ টিম গঠন করতে পারবে। এমন তথ্য জানান জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।

২৭ ডিসেম্বর দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথদত্ত ষ্টেডিয়ামে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আয়োজকগণ আরো জানান বিজয়ের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে এই টূর্ণামেন্টে কুমিল্লাসহ দেশের নামজাদা খেলোয়ারগণ অংশ নেবেন। এতে করে কুমিল্লায় নতুন করে আরো ক্রিকেটার তৈরী হবে। খেলাকে আরো উৎসাহিত ও প্রতিযোগিতামূলক করতে চেম্পিয়ানদলকে ১৮লাখ টাকা মূল্যমানের এক্সিও কার,ও রানার আপ দলকে ৫লাখ টাকা মূল্যমানের মোটর সাইকেল উপহার দেয়া হবে বলে জানান সাইফুল আলম রনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক নাসিম ইউসুফ রেইন,সদস্য কাউসার জামান কায়েস,সৈয়দ ফরহাদ কাদেরিয়া জিতু,শাকিল আহমেদ রানা,সাইফুল আলম বাবু, আসিফুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *