[ম্যাক নিউজ ডেস্ক]
👉অভিযান ০১:
জামালপুর জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালকের বিরুদ্ধে এতিমখানার জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের
উপসহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার, ও কোর্ট পরিদশর্ক মোঃ জাহিদুল ইসলামের সমন্বয়ে গতকাল ২৯ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে জন্য অভিযোগকারীকে সঙ্গে নিয়ে জেলা সমাজসেবা অফিস পরিদর্শন করে এবং অভিযোগে সংশ্লিষ্ট বরাদ্দপত্রে চেক রেজিস্ট্রার এবং নথিপত্র পরীক্ষা করে। নথিপত্র অনুয়ায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এতিমখানা বরাবর বরাদ্দকৃত অর্থ ছাড় করে চেক ইস্যু মাধ্যমে এতিমখানা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে অভিযান হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।