[ম্যাক নিউজ রিপোর্ট:-নিজস্ব প্রতিবেদক]
কুমিল্লায় নগদ ৫৭ হাজার টাকা ও নির্বাচনী কাগজপত্র এবং অনুমোদন বিহীন প্রাইভেটকারসহ লালমাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসানকে আটক করা হয়েছে।
সকাল পৌনে ১১ টায় কুমিল্লার লালমাই উপজেলার ভুলুইন দক্ষিণ ইউপির গোলাচোঁ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে থেকে তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি আক্তার।
এসময় তার কাছ থেকে নগদ টাকা ও নির্বাচন সংশ্লিষ্ট গোপন নথিপত্র উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ওই এলাকা থেকে আরো ২ জনকে বহিরাগতকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।