[ ম্যাক নিউজ:- রিপোর্ট নিজস্ব প্রতিবেদক। ]
ইউনিয়ন ভূমি সহকারী ও উপ সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেল স্থগিতাদেশ প্রত্যাহার ও দ্রুত পদোন্নতির দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের মাধ্যমে ভূমি সচিব বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদান শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল হাসেম মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কাশেম, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম,যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কালাম মজুমদার, সদস্য আব্দুল কাদের, এইচ, এম আবুল হাসেম,মজিবুর রহমান, মনির উদ্দিন, ফিরোজ খান, সাইফুল ইসলাম, আল-আমিন সরকার, মোঃ শাহজাহান, আবদুল্লাহিল মামুনসহ কুমিল্লার ১৭ উপজেলায় কর্মরত দেড় শতাধিক ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম মজুমদার ও সাধরন সম্পাদক আবদুর রহিম জানান, ২০১৯ সালের ৯ এপ্রিল ইউনিয়ন ভূমি সহকারী ও উপ সহকারীদের বেতন স্কেল ১৬ ও ১৭ তম গ্রেড থেকে যথাক্রমে ১১ ও ১২ তম স্কেলে উন্নীত করা হয়। এরপর ২০১০ সালের ২৩ মে এ বিষয়ে ডিও জারি করা হয়। পরবর্তীতে আবার ২০১৩ সালের ৩০ মে কিছু শর্ত পুন: নির্ধারণ করা হয়।কিন্তু অজ্ঞাত কারণে ভূমি মন্ত্রণালয় বেতন স্কেলের গেজেট ২০১৩ সালের ২৫ জুলাই স্থগিত করে।
এদিকে এ স্থগিতাদেশের কারণে ভূমি অফিসে নিয়োগ বন্ধ রয়েছে। তাই আমার ভূমি কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারের ও নতুন নিয়োগবিধি অনুযায়ী দ্রুত পদোন্নতির দাবি জানাই।
ছবি আছে।