[ম্যাক নিউজ ডেস্ক]
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট প্রদানের ঘুষ নেওয়ার অভিযোগে সত্যতা অনুসন্ধানে জন্য দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জে-সংযুক্ত উপপরিচালক মোঃ এরশাদ মিয়া’র নেতৃত্বে আজ ১১/০১/২০২২ খ্রি. তারিখে একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে জন্য অভিযোগকারী ও পাসপোর্ট অফিসে আগত সেবাপ্রার্থীরাদের সাথে কথা বলে তাদের হয়রানি কারণ উদঘাটনে চেষ্টা করে।
সেবাপ্রত্যাশীগণ দুদক টিমকে জানান, ‘পাসপোর্টের আবেদনে ত্রুটির দোহায় দিয়ে আবেদন গ্রহণে বিলম্ব, অযথা কর্মকর্তার সাথে সাক্ষাৎ করতে না দেওয়া ও সময় ক্ষেপণ সহ বিভিন্ন অভিযোগ। কিন্তু কোন দালাল বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে নির্ধারিত হারে অতিরিক্ত টাকা দিয়ে আবেদন করলে তখন ত্রুটিপূর্ণ আবেদনও গ্রহণ করা হয়। বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে পাসপোর্ট অফিসের কর্মরত কর্মচারীদের সরাসরি যোগাযোগ রয়েছে।’ এ সকল অভিযোগের সূত্রে দুদক টিম পাসপোর্ট অফিসে কর্মরত কর্মচারী ও আনসার সদস্যদের মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
পরবর্তীতে এ সংক্রান্ত নথিপত্র ও তথ্য-প্রমাণ এবং মোবাইল কল লিস্ট বিশ্লেষণপূর্বক সুনির্দিষ্ট সুপারিশসহ কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।