[ম্যাক নিউজ রিপোর্ট :- শহিদুজ্জামান রনি কুমিল্লা মেঘনা উপজেলা প্রতিনিধি।]
মেঘনায় আগুনে ২ ঘর পুড়ে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
ঘর-বাড়ি ভয়াবহ আগুনে পুড়ে নিঃস্ব একটি পরিবার।
কুমিল্লা মেঘনা উপজেলা প্রতিনিধি
কুমিল্লার মেঘনায় বড়কান্দা ইউনিয়নের সোনাকান্দা গ্রামে আগুনে শফিউল্লাহ এর দুটি ঘর আগুনে পুড়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষ দর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে পাশের বাড়ির আব্দুস সাত্তার মিয়ার পাকের ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস কে খবর দিলে গজারিয়া থেকে ফায়ার সার্ভিস দল আসার পূর্বে এলাকাবাসী নদী থেকে সেচের মেশিনে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পরে ফায়ার সার্ভিস পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
শফিউল্লাহ বলেন, আমার সব শেষ হয়ে গেছে এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করতে ঘটনাস্থলে যান উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।