[ম্যাক নিউজ ডেস্ক]

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার ও কার্জন হল সংলগ্ন এলাকায় ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, আশরাফুল ইসলাম খান আনিক, এইচ এম আবু জাফর, সোহেল রানা,
আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম তরিক, এস এম দিদারুল ইসলাম, নুরে আলম জিকু, স্যার এ এফ রহমান হলের সভাপতি মাসুম বিল্লাহ, জগন্নাথ হল ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, জহুরুল হক হল ছাত্রদলের সভাপতি আবদুল জলিল আমিনুল, শহীদুল্লাহ হল ছাত্রদলের সভাপতি মাহবুবুল আলম শাহীন, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারন সম্পাদক বি এম কাউছারসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার অন্যান্য নেতাকর্মীরা।

সদস্য সচিব আমানউল্লাহ আমান বলেন, আমাদের আদর্শের জনকের ৮৬তম জন্মবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছি। খাবার বিতরণের সময় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন মাদরাসায় এতিমদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *