[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি।]
কুমিল্লায় যাবজ্জীবন এড়াতে ২০ বছর ধরে পলাতক ছিলেন হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি। তবে গত তিন মাসের চেষ্টায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরীর রেইসকোর্স এলাকার একটি রেস্ট হাউজ থেকে গ্রেফতার করা হয় তাকে। আটক হাবিবুর রহমান হোমনা উপজেলার দড়িকান্দি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের ডিআইও মনির আহমেদ।
তিনি জানান, কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের দড়িকান্দি গ্ৰামে মাটিকাটা শ্রমিক স্বপন হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ২০০২ সাল থেকে সে পলাতক রয়েছে। পুলিশ সুপার ফারুক আহমেদ মহোদয়ের সার্বিক নির্দেশনায় গত ৩ মাসের প্রচেষ্টায় তাকে গ্রেফতার করা হয়।