[ম্যাক নিউজ ডেস্ক]

পঞ্চগ্রাম ইউনিয়ন ভূমি অফিস, লালমনিরহাট সদর, লালমনিরহাট এর ইউনিয়ন ভূমি সহকারী, জনাব মো: শহিদুল ইসলাম ও অফিস সহকারী জনাব আছিম উদ্দিন কর্তৃক পরস্পর যোগসাজশে ভূমি উন্নয়ন কর, রেজিস্ট্রেশন ও অন্যান্য যে কোন ধেরনের অতিরিক্ত অর্থ আদায় বিষয়ে দুদক, সজেকা, রংপুর থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে পঞ্চগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাগণের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় সংক্রান্ত অভিযোগের

সত্যতা পেয়ে উক্ত ভূমি অফিসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: শহিদুল ইসলাম ও অফিস সহায়ক মো: আছিম উদ্দিন এর ব্যবহৃত অফিসিয়াল ড্রয়ার, পকেট ও মানিব্যাগ তল্লাশি করে ২৯,৯০০/- টাকা পাওয়া যায়। উক্ত টাকার উৎস সম্পর্কে ভূমি সহকারী কর্মকর্তা কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোন সদুত্তর দিতে না পারায় বিষয়টি লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদা মাসুম কে অবহিত করা হয়। তিনি উক্ত ইউনিয়ন ভূমি অফিসে এসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: শহিদুল ইসলাম ও অফিস সহায়ক আছিম উদ্দিনকে উদ্ধারকৃত অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এতে দেখা যায়, উক্ত অফিসে ২৭/০১/২০২২ খ্রি, তারিখ থেকে ১৪/০২/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত আদায়কৃত ভূমি উন্নয়ন কর, খারিজ খতিয়ান সংক্রান্ত যাবতীয় আদায় সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা না করে উক্ত ব্যক্তিগণ নিজ জিম্মায় রেখেছেন। যা গুরুতর অনিয়ম বিধায়, উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক লালমনিরহাট মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে অভিযোগ সংশ্লিষ্ট অফিস সহায়ক মো: আছিম উদ্দিন-কে তাৎক্ষণিকভাবে পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা সহ তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া, উক্ত অফিসে কর্মরত সকলকে অভিযোগের প্রেক্ষিতে যে কোন ধরনের অতিরিক্ত অর্থ আদায় সংক্রান্ত কোন অভিযোগ হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা হবে মর্মে সতর্ক করেন। অভিযান প্রসঙ্গে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *