[ম্যাক নিউজ ডেস্ক]

বিগত ২০০৫ সালে রূপগঞ্জ থানাধীন বানিয়াদি গ্রামের মফিজ উদ্দিন মেম্বারের ছেলে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম (২৪)’কে কতিপয় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। উক্ত নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় নিহত শফিকুল ইসলামের পিতা মফিজ উদ্দিন মেম্বার বাদী হয়ে কামাল @ মোঃ কামাল হোসেন (৪৬)সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে উল্লিখিত ধৃত আসামীসহ তার অন্যান্য সহযোগীদেরকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদের সাজা ঘোষনা করেন। এই মামলায় বিজ্ঞ আদালত আসামী কামাল @ মোঃ কামাল হোসেন (৪৬)’কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।

মামলার রায় হওয়ার পর অভিযুক্ত আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ না করে গা ঢাকা দিয়ে অভিনব কৌশল অবলম্বন করে বিগত প্রায় ১০ বছর যাবৎ এক স্থান হতে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল গত ১৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দে রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর শফিকুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্যতম পলাতক আসামী কামাল @ মোঃ কামাল হোসেন (৪৬)’কে সনাক্তপূর্বক অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *