[ ম্যাক নিউজ ডেস্ক ]

ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) এর সার্বিক তত্বাবধানে ইন্সপেক্টর জনাব মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এএসআই- হান্নান আল মামুন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে

০৫/০৩/২০২২ ইং তারিখ ০৭ঃ৩০ ঘটিকার ফেনী সদর মডেল থানাধীন বিসিক রাস্তার মাথায় চট্টগ্রাম-ঢাকা হাইওয়ে রোডের উপর অভিযান পরিচালনা করে একটি অবৈধ পণ্যবাহী কভার ভ্যান আটক করা হয় | আটককৃত কভার্ডভ্যান তল্লাশি করে ৬০৪ কার্টুন, যাতে থাকা ৮৫৬৮ লিটার সরকারি অনুমোদন বিহীন এবং বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বোতলজাত করা সয়াবিন তেল জব্দ করা হয়| জব্দকৃত সয়াবিন তেল, বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে আটক করা হয়। গাড়িতে থাকা ১. মোঃ শাহজাহান (৪১), পিতা- মৃত হাসি মিয়া, মাতা- মোমেনা বেগম, সাং- দৌলতপুর, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম ২.মোঃ ইসমাইল(৩২), পিতা- হাজী নুর আহম্মদ, মাতা- লায়লা বেগম, সাং- সিকদার বিল, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার দেরকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ৮৫৬৮ লিটার অবৈধ সয়াবিন তেল, যার বাজার মূল্য প্রায় ১৬,৫৪,০২০/=(ষোল লক্ষ চুয়ান্ন হাজার বিশ) টাকা এবং একটি কাভার্ডভ্যান যার রেজিঃ নং- চট্ট মেট্রো ট ১১-৯৫৩০ জব্দ করা হয়।
এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *