[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]
কুমিল্লায় সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রি ও মূল্য তালিকায় তেলের দামের ভিন্নতার দায়ে এক ডিলার ও তিন পাইকারী দোকানীকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৬ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুট ২টা পর্যন্ত জেলার লাকসাম পৌর বাজারে এ অভিযান পরিচালিত হয় । অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা’র সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম।
তিনি জানান, লাকসামে রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার শ্যামল সাহা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে খুচরা দোকানীদের তেল সরবরাহ করতেন বলে প্রমাণ মিলেছে । তাই তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকায় ও বিক্রির দামে ভিন্নতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ভোক্তা অধিকার আইনে পৌর বাজারের মেসার্স আলী ট্রেডার্সকে ২০ হাজার, মেসার্স আল মদিনা ট্রেডার্সকে ২০ হাজার এবং হৃদয় স্টোর কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।