[ম্যাক নিউজ ডেস্ক]
২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নয়ন শেখ (২২) নামীয় ০১ জনকে আটক করে নিয়মিত আজ সকাল সকাল ০৯:৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে
কোতোয়ালি থানাধীন শাসনগাছা বাস স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দপূর্বক আসামী মোঃ নয়ন (২২) পিতাঃ আলাউদ্দিন শেখ , সাং-কান্দাপাড়া, থানাঃ সিরাজগঞ্জ সদর , জেলাঃ সিরাজগঞ্জ কে হাতে নাতে গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে অন্যান্য বিভাগীয় সদস্য অংশগ্রহণ করেন। আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।