[ম্যাক নিউজ ডেস্ক]

২ দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ৭টি ইটভাটা ও ৫ টি অবৈধ সীসা গলানোর কারখানায় উচ্ছেদ অভিযান ও ২৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় !!!!

১ম দিনঃ
১৫.০৩.২০২২ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে আদর্শ সদর উপজেলায় ১ টি, সদর দক্ষিণ উপজেলায় (সিটি কর্পোরেশনভুক্ত) ২টি ও চৌদ্দগ্রাম উপজেলায় ২ টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাঈদা পারভীন । উক্ত মোবাইল কোর্ট অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় ৫ টি ইটভাটাকে মোট =১৯,০০,০০০/- (উনিশ লক্ষ টাকা) জরিমানা আরোপ এবং নগদ আদায় করা হয়। এসময় ভাটার কিলনের আংশিক ভেঙে ফেলা হয়েছে। আগামী ২ মাসের মধ্যে ক্রমিক নং ১,২ ও ৩ ভাটাগুলো ইটপোড়ানো বন্ধ করার জন্য অঙ্গীকার করেছেন। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন কুমিল্লা জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপি৷ পরিবেশের সুরক্ষার এরূপ কার্যক্রম চলমান থাকবে।

১. আশ্রাফ ব্রিক্স, সাং- ধনেশ্বর , সদর দক্ষিণ , কুমিল্লা -৫ লক্ষ টাকা
২. কুমিল্লা ব্রিক্স, সাং- চাপাপুর,আদর্শ সদর , কুমিল্লা – ৪ লক্ষ ৫০ হাজার টাকা
৩. ইসলামিয়া ব্রিক্স, সাং- ভল্লবপুর, সদর দক্ষিণ, কুমিল্লা -৫ লক্ষ টাকা
৪. মিরাজ ব্রিক্স, সাং- নারায়ণপুর, চৌদ্দগ্রাম , কুমিল্লা -৩ লক্ষ টাকা
৫. কোয়ালিটি ব্রিক্স, সাং- বাঙ্গালমুড়ি, চৌদ্দগ্রাম , কুমিল্লা -১ লক্ষ ৫০ হাজার টাকা

২য় দিনেঃ


১. এস ইসলাম ব্রিক্স, শংকরপুর, আদর্শ সদর, কুমিল্লা ২ লক্ষ ৫০ হাজার টাকা
২. ইসলাম ব্রিক্স,কংশনগর , বুড়িচং, কুমিল্লা ১ লক্ষ টাকা এবং
চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর ও বুড়িচং উপজেলার ৫ টি সীসা গলানোর কারখানা উচ্চেদ ও একটিকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *