[ম্যাক নিউজ রিপোর্ট:-

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৩৯ বোতল স্কাফ সিরাপ, ১৯ বোতল ফেনসিডিল, ৩৭ বোতল বিদেশী মদ, ৪৩ ক্যান বিয়ার, ৪ ক্যান,বোতল এবং ২ লিটার তরল ফেনসিডিল উদ্ধার এবং মাদক কারবারি মাসুদ রানা গ্রেফতার।

আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে বুড়িচং থানাধীন শংকুচাইল গ্রামস্থ আসামী মোঃ মাসুদ রানা (৩৪) এর নিজ দখলীয় বসতঘরের ভিতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ বোতল স্কাফ, ১৯ বোতল ফেনসিডিল, KINGFISHER STRONG বিলাতী মদ ৩৯ ক্যান, HE- MAN বিয়ার ০৪ ক্যান, SIGNATURE নামীয় বিলাতীমদ ০৭ বোতল, McDowell’s No-1 নামীয় বিলাতীমদ ৩০ বোতল এবং ০২ লিটার তরল ফেনসিডিল উদ্ধার ও জব্দ পূর্বক আসামী মোঃ মাসুদ রানা (৩৪) পিতাঃ মোঃ সিরাজ মিয়া, সাং- শংকুচাইল, থানাঃ বুড়িচং, জেলাঃ কুমিল্লা কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা এর নেতৃত্বে এসআই তমাল মজুমদার সহ অন্যান্য বিভাগীয় সদস্য অংশগ্রহণ করেন। এছাড়াও বুড়িচং থানার পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযানে অংশগ্রহণ করেন। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *